<<90000000>> দর্শক
<<266>> উদ্যোক্তা 18টি দেশে
<<4647>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<107>> ভাষা উপলব্ধ

টেডি নবোয়্যার একজন তরুণ মা, নেতা, কৃষক ও উদ্যোক্তা। তিনি বুলেমেজি সিনিয়র মাধ্যমিক বিদ্যালয় থেকে উগান্ডা সার্টিফিকেট এডুকেশন (ইউ.সি.ই)-সহ সাধারণ শিক্ষা শেষ করেন। দুর্ভাগ্যবশত, কলেজে ভর্তি হওয়ার পূর্বেই তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং স্কুল ছাড়তে বাধ্য হন। তবুও, টেডি তাঁর স্বপ্নগুলো শেষ করে দেননি। একজন একক অভিভাবক হিসেবে তিনি মোবাইলে খুচরা টাকা ভরার একটি ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং রোজগার করার জন্য ভুট্টা ও কলার চাষ করেন। টেডি বর্তমানে জিরোবো কালাগালা (জাইকা) ইয়ুথ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ভাইস চেয়ারপারসন। এই পদ তাঁকে নিজের মত প্রকাশ করার এবং তাঁর পেশার নারী ও পুরুষের সাথে সুযোগগুলো ও প্লাটফর্মগুলো শেয়ার করার জন্য প্রস্তুত করেছে। তিনি এই সমবায়ের চেয়ারপারসন হতে চান এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে তাঁর জেলার নারী কাউন্সিলর হতে চান। টেডি তাঁর দলের নারীদের পরামর্শ দেন যে, তাঁরা যেন কৃষিক্ষেত্রের সকল ভ্যালু চেইনে সক্রিয়ভাবে অংশ নেয় এবং সবসময় তাঁদের মনে করিয়ে দেন যে, স্কুলে পড়াকালীন তাঁরা যেন ‘খারাপ ছেলেদের’ পাল্লায় না পড়ে এবং নিজেদের পড়াশোনায় মনোযোগী হয়। টেডির পরিকল্পনা হলো, স্মার্ট প্রজেক্টর ব্যবহার করে তাঁর সমবায় সমিতিতে সেইসব কৃষকদের সংখ্যা বাড়ানো, যারা প্রচলিত পদ্ধতি ছেড়ে জৈবচাষে অভ্যস্ত হবে।

Person Type
মাছ চাষ
Location
জলবায়ু পরিবর্তন অভিযোজন
Photo
 টেডি নবোয়্যার (দলনেতা)

আমাদের স্পনসরদের ধন্যবাদ