অর্থনীতি বিষয়ে এমএ। তিনি জনগোষ্ঠীর সাথে কাজ করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি সুসাগ মিলেট সিস্টার এফপিও-তে কমিউনিটি শিক্ষা অফিসার হিসেবে কাজ করছেন। এই এফপিও-তে কাজ করে তিনি দারুণ খুশি। কেননা, এটি তাকে জৈবচাষাবাদ বিষয়ে বিপুলসংখ্যক কৃষকের সাথে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তিনি স্মার্ট প্রজেক্টর ব্যবহার করতে দারুণ আগ্রহী, যাতে কৃষকেরা প্রাকৃতিক চাষাবাদ করে আরও বেশি আয় করতে পারেন।
Person Type
মাছ চাষ
Location
ভারত
Photo
Title
(সুসাগ মিলেট বোনদের দলের সদস্য)