পেশায় একজন কৃষিবিদ। তিনি স্টেট ইউনিভার্সিটি অব হাইতি [ইউইএইচ]-এর কৃষিবিদ্যা ও পশু ওষুধ অনুষদে লেখাপড়া করছেন। তাঁর অধ্যয়নের প্রধান বিষয় খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি [এসটিএ]। তিনি ভুট্টা প্রক্রিয়াজাত করার একটি ছোট্ট আধা-শিল্প প্রতিষ্ঠানের প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপক। (স্থানীয় ক্রেওয়ল ভাষায় যাকে বলা হয় চানমচানাম)। তিনি ধ্রুপদী ও কৃষি-প্রযুক্তি স্কুলের ‘জীবন ও পৃথিবী’ বিষয়ের একজন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়াডসন হাইতির গ্রামীণ এলাকায় কৃষক ও শিক্ষার্থীদের সাথে যোগাযোগের মাধ্যমে অ্যাকসেস এগ্রিকালচারের কাজের প্রচার করার ইচ্ছে প্রকাশ করেছেন।
Person Type
অন্যান্য ফল
Location
উদ্ভিজ জাতীয় আঁশ
Photo