জালি নাকালোঙ্গা জাম্বিয়ার ন্যাচেরাল রিসোর্স ডেভেলপমেন্ট কলেজ থেকে কৃষি-ব্যবসা ব্যবস্থাপনায় ডিপ্লোমা করেছেন। তিনি পোজু ফার্ম নামে একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো কৃষি-ব্যবসায়ের মাধ্যমে জীবন বাঁচানো ও উন্নত করা। জালি কম্প্রিহেনসিভ আফ্রিকা এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইয়ুথ নেটওয়ার্ক জাম্বিয়ার একজন সদস্য, জাম্বিয়া ইনেশিয়েটিভ কমিউনিটি ডেভেলপমেন্টের একজন সরকারি যুব প্রতিনিধি এবং নেতৃত্ব ও উদ্যোক্তা দক্ষতা বিষয়ের একজন যুব প্রশিক্ষক। তিনি জাম্বিয়ান এমপাওয়ারমেন্ট হাব ফর এন্টারপ্রেনরশিপ অ্যান্ড স্কিলস ট্রেনিং অরগানাইজেশনের সদস্য।
Person Type
মাছ চাষ
Location
জাম্বিয়া
Photo
