লরেন্সিয়া অ্যাডামস
একজন গ্রামীণ সমাজবিদ। তিনি ঘানা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রাপ্রেনোরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি প্যান আফ্রিকান অর্গানাইজেশন ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট (POSDEV) এর কার্যনির্বাহী পরিচালক এবং ঘানা রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি প্রোগ্রামের টিম লিডার। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে জাতীয় ও দাতাসংস্থাগুলোর সাথে ছোটো ও মাঝারি উদ্যোগ, এনজিও এবং সামাজিক সংস্থাগুলোর সামাজিক দায়িত্ব নিয়ে কাজ করেছেন। তিনি একজন জেন্ডার বিশেষজ্ঞ এবং তিনি USAID, European Union, CIDA, DANIDA, World Bank প্রভৃতি সংস্থার অনুদান বণ্টনের কাজে অভিজ্ঞ।
রাশেদা কে. চৌধুরী
ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (CAMPE) এর নির্বাহী পরিচালক। ‘ক্যাম্পে’ শিক্ষার সাথে যুক্ত কয়েক হাজার এনজিও, গবেষক, গণশিক্ষা নিয়ে কাজ করে এমন জনগোষ্ঠীকে নিয়ে গড়ে ওঠা একটি জোট। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ (BIDS) এর একজন সিনিয়র ফেলো এবং ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ডেভলপমেন্ট (InM) এর কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) এর ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ; সিপিডি একটি স্বাধীন সংস্থা, যারা উন্নয়নশীল দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর প্রতিনিয়ত নজর রাখে। এছাড়াও তিনি জাতীয় এবং বৈশ্বিক পরিমণ্ডলে শিক্ষার অধিকার এবং জেন্ডার জাস্টিজ প্রভৃতি বিষয়ের একজন নিয়মিত বক্তা। তিনি অ্যাক্সেস অ্যাগ্রিকালচারের ভাইস-চেয়ারম্যান।
ডেভিড এনগুজি
প্রাণিচিকিৎসা নিয়ে নাইরোবি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রথম জীবনে তিনি কেনিয়ায় সাত বছর সরকারি চাকরি করেনে। সেখানে তিনি জেলা প্রশাসকের (বর্তমানে কাউন্টি) পদে উন্নীত হন। এরপর দীর্ঘ ২৫ বছর তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার হয়ে কাজ করেছেন। তিনি প্রাণিসম্পদের উন্নয়ন ঘটিয়ে গ্রাম এলাকায় খাদ্যের জোগান বাড়ানো, খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র্য দূরিকরণে কাজ করছেন। তিনি পুরো পূর্ব-আফ্রিকাজুড়ে কৃষিশিল্পের বিপণন এবং ব্যবস্থাপনায় দক্ষ একজন ব্যক্তি।
আলফান এনজেরু
একজন অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং সরকারি ও বেসরকারি সংস্থায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অডিট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাসুরেন্স সার্ভিসেস প্রভৃতি ক্ষেত্রের একজন বিশেষজ্ঞ ব্যক্তি। তিনি দীর্ঘ ৩৬ বছর বিশ্বের অন্যতম বৃহৎ কনসাল্টিং এবং অডিটিং ফার্ম প্রাইসওয়াটারহাউজ কুপার্সে কাজ করেন। পিডাব্লিউসি থেকে অবসর নেওয়ার পর তিনি বিভিন্ন কোম্পানি ও স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনা পর্ষদে যোগ দেন। এছাড়াও তিনি বিভিন্ন পর্ষদের অডিট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভ্য। মি. এনজেরু অ্যাক্সেস অ্যাগ্রিকালচার-এর কোষাধ্যক্ষ।
এন্ড্রিউ মেকিংগা
একজন সাংবাদিক, সম্প্রচারক, উপস্থাপক এবং আলোচনা নেতা। উগান্ডায় জন্মগ্রহণ করেন, তিনি আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন। তিনি রাবোব্যাঙ্ক এবং ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের মতো সংস্থাগুলির জন্য আফ্রিকান কৃষি সম্পর্কে অনেক আলোচনার সভাপতিত্ব করেছেন। সাড়ে ৪ বছর ধরে, তিনি আফ্রিকানদের জন্য আফ্রিকানদের জন্য একটি ইন্টারেক্টিভ ডিজিটাল ফোরাম দিস ইজ আফ্রিকার বোর্ড সদস্য ছিলেন।
ফ্রাঁসোয়া স্টেপম্যান
ফ্রাঁসোয়া স্টেপম্যান বহু বছর ধরে আফ্রিকায় বসবাস করছেন। তাঁর সাউদার্ন রিচার্স ইন্সটিইটউটে উন্নয়ন সহযোগিতা, কর্মপন্থা উপদেশনা গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৩০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। সেখানে তিনি মৌরিতানিয়ায় ইউনাইটেড নেশান প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট (ইউএনডিপি) ; কেনিয়ায় মেডিসিনস সানস ফ্রন্টিয়েরেস, ঘানায় ফোরাম ফর এগ্রিকালচার রিচার্স ইন আফ্রিকা (এফএআরএ) এবং মিশরে আইসিএআরডিএ-তে কাজ করেন। তিনি ২০১০ সাল থেকে ইউরোপীয় কমিশনের অর্থায়নে পরিচালিত অনলাইন কৃষি প্লাটফর্ম পিএইপিএআরডি (প্লাটফর্ম ফর আফ্রিকান ইউরোপিয়ান পার্টনারশিপ ইন এগ্রিকালচার রিচার্স ফর ডেভেলপমেন্ট)-এর সহ-প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সক্ষমতা কাজে লাগিয়ে তিনি আফ্রিকার কৃষি বিষয়ে প্রচুর ব্লগ লিখছেন এবং ১১৩০০ সদস্যের একটি অনলাইন জনগোষ্ঠী-কে পরিচালনা করছেন।