<<90000000>> দর্শক
<<266>> উদ্যোক্তা 18টি দেশে
<<4647>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<107>> ভাষা উপলব্ধ

এফএ কিউ

অ্যাকসেস এগ্রিকালচারের ভিডিওগুলো সাধারণত দুভাবে দেখা যায় ওয়েবসাইটে ঢুকে লাইভ দেখা যায় (স্ট্রিমিং ভিডিও) অথবা ভিডিওটি ডাউনলোড করে দেখা যায়। আপনার ইন্টারনেট কানেকশন যদি ধীরগতির (ডায়াল-আপ সংযোগ বা নন-থ্রিজি) হয় তবে আপনি স্ট্রিমিং ভিডিও দেখতে পাবেন ঠিকই, কিন্তু সেটার মান ভালো হবে না। স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি মধ্যম মানের হবে। তবে, আপনার ইন্টারনেটের গতি বেশি থাকলে আপনি ‘লো,’ ‘হাই,’ বা ‘এইচডি’ যেকোনো অপশনে ভিডিওটি দেখতে পারবেন।
আপনার স্ট্রিমিং-এ সমস্যা থাকলে, আমাদের পরামর্শ হলো, ভিডিওটি ডাউনলোড করে ননি এবং পরে আপনার সুবিধামতো সময়ে ভালো কোয়ালিটিতে ভিডিওটি দেখুন।

অ্যাকসেস এগ্রিকালচার কোনো প্রকল্প নয়। কিন্তু আপনি যদি কৃষিবিষয়ক প্রশিক্ষণের সাথে জড়িত থাকেন এবং ভিডিও তৈরিতে তীব্র আগ্রহী হনতবে অনুগ্রহ করে আমাদের ‘ডি-গ্রুপ,’ ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে ‘সাইন আপ’ করে অন্যান্য আগ্রহী ব্যবহারকারীদের সাথে যুক্ত হন। নতুন ভিডিও তৈরির জন্য এবং বর্তমান ভিডিওটি অন্য কোনো ভাষায় বানানো যায়সে বিষয়ে আমরা আপনার পরামর্শ শুনতে আগ্রহী।

আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে পারেন :info@accessagriculture.org

 

অ্যাকসেস এগ্রিকালচারে সরাসরি ভিডিও আপলোড করা যায় না। আপনার ভিডিওটি অ্যাকসেস এগ্রিকালচারের উপযুক্ত কি না তা জানতে Guidelines for submitting a video লিংক-এ আপলোড করুন। তা না হলে EcoAgtube লিংক-এ আপলোড করুন। EcoAgtube লিংক-এ আপলোড করা ভিডিওটি অনুমোদিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটে দেখা যাবে না।

না। এ বিষয়ে ইন্টারনেটে অনেক ধরনের টেকনিক্যাল ফোরাম আছে। Useful technical information. লিংকটিতে ঢুকে দেখতে পারেন।

অ্যাকসেস এগ্রিকালচার সুনির্দিষ্ট টেকনিক্যাল সহায়তা অথবা বিভিন্ন মেয়াদে ভিডিও প্রশিক্ষণ কোর্স প্রদানে সহায়তা করতে পারে।

এই বিষয়ে আমাদের ভিডিও তৈরি করুন পৃষ্ঠায় কিছু টিপস আছে ।

বেশিরভাগ ভিডিওর সাথেই ডাউনলোড করার জন্য বাড়তি তথ্য দেওয়া থাকে।

অনুগ্রহ করে আপনার অনুরোধ kevin@accessagriculture.org. ঠিকানায় পাঠিয়ে দিন। যদি আপনার আর্থিক সঙ্গতি থাকে তবে সেটির মানসম্পন্ন অনুবাদ ও ভয়েস-রেকর্ডিং-এ আমরা সাহায্য করতে পারি। অথবা আমরা আপনার সাথে তহবিল সংগ্রহের চেষ্টা করতে পারি। আরও জানতে Guidelines for translating videos লিংক-এ ক্লিক করুন।

আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন অথবা ‘ডিভিডি’র জন্য info@accessagriculture.org ঠিকানায় অর্ডার করতে পারেন।

ড্রপডাউন মেনুতে গিয়ে ‘ভাষা’ সিলেক্ট করলে সেই ভাষায় কী কী ভিডিও মজুদ আছে তা দেখতে পাবেন। বিকল্প ব্যবস্থা হিসেবে আপনি যদি ওয়েবসাইটের Global Use লিংক-এ ক্লিক করেন তবে বিভিন্ন দেশের ভাষায় বানানো ভিডিওগুলো চেক করে নিতে পারেন, তারপর সেখানে পাওয়া ভাষাগুলো থেকে আপনার প্রয়োজনীয় ভাষার ভিডিওটি দেখতে পারেন।

প্রথম পৃষ্ঠায় আপনি যেমন দেখেছেন, আমরা ১৪টি বিভাগে ভিডিওগুলো ভাগ করেছি। প্রতিটি বিভাগের আবার উপ-বিভাগ রয়েছে। ফলে খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে, কী কী বিষয়ে ভিডিও মজুদ আছে।
সব ভিডিও ছোটো পর্যায়ের খাদ্য-উৎপাদনকারী ও খাদ্য-প্রক্রিয়াজাতকারীকে সহায়তা করে।
অ্যাকসেস এগ্রিকালচার কৃষিকাজে কীটনাশকের ব্যবহার নিরুৎসাহিত করে এবং ‘জিএমও’ খাদ্য উৎপাদনকেও সমর্থন করে না।

অ্যাকসেস এগ্রিকালচার সুনির্দিষ্ট টেকনিক্যাল সহায়তা অথবা বিভিন্ন মেয়াদে ভিডিও প্রশিক্ষণ কোর্স প্রদানে সহায়তা করতে পারে।

এই বিষয়ে আমাদের ভিডিও তৈরি করুন পৃষ্ঠায় কিছু টিপস আছে ।

রেডিও স্টেশনগুলো যেন অডিও-ট্র্যাকগুলো ব্যবহার করতে পারে। তারা তাদের প্রয়োজন অনুযায়ী স্থানীয় ভাষায় অনুবাদ করে পুরো অডিও ট্র্যাকটি অথবা কোনো বিষয়ের নির্দিষ্ট অংশ প্রচার করতে পারে। রেডিও স্টেশনগুলো প্রচারের পর সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। এমনকি কৃষকদের সেসব বিষয়ে প্রশ্ন করার জন্যও আহবান জানাতে পারে।

যেহেতু সাধারণ মানুষের টাকা দিয়ে তৈরি করা ভিডিও-অডিওগুলো আমরা বিতরণ করি, সেহেতু আমাদের জানা দরকার, কোথায় এগুলো ব্যবহার করা হচ্ছে। এ ছাড়াও, নিবন্ধিত হলে, আমরা আপনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারি এবং অ্যাকসেস অ্যাগ্রিকালচারের যেকোনো বিষয়ের উন্নয়ন সম্পর্কে আপনাকে হালনাগাদ তথ্য দিতে পারি। যেসব সংগঠন ইতোমধ্যে তাদের ভিডিও আপলোড করেছে, সেসব ভিডিও সম্পর্কেও আমরা তাদের প্রতিক্রিয়া দিতে পারি, যা কার্যক্রম পরিবীক্ষণে [মনিটরিং] সহায়তা করবে।

অ্যাকসেস এগ্রিকালচারের কার্যক্রম কৃষিবিষয়ে নিবিষ্ট, কিন্তু পুষ্টিবিষয়ে আমাদের কিছু নির্দিষ্ট কার্যক্রম রয়েছে। সেগুলো জানতে অনুগ্রহ করে পুষ্টি   লিংক-এ ক্লিক করুন।

কীভাবে গ্রামীণ ব্যবসা থেকে মুনাফা বাড়ানো যায় সে ব্যাপারে আমাদের অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ ভিডিওতে আগামী দিনে দলীয় বহুমাত্রিকতা, বাজারজাতকরণ দক্ষতা, মূল্য সংযোজন ও পণ্য সংরক্ষণ-কৌশল এবং আরও অনেক কিছু যুক্ত করা হবে।

নারী কৃষকদের জন্য আলাদাভাবে আমাদের কোনো বিভাগ নেই। কারণ, অনেকগুলো কর্মসূচিতে নারী কৃষকদের সাফল্যের বিবরণ আছে, যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে। অনেক টেকনিক বা কৌশল দেখানো আছে যেগুলো পারিবারিক আয় বাড়াতে সাহায্য করবে।

 

 

Get involved...

Some text here if required

Latest News

অ্যাকসেস এগ্রিকালচার ‘গ্যানডিংগ্যান অ্যাওয়াডর্’ অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব দি ফিলিপাইস কমিউনটি ব্রডকাস্টার্স-এর অংশীদার হয়েছে

অ্যাকসেস এগ্রিকালচার ১৮তম গ্যানডিংগ্যান অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি স্পন্সর করে। ৪ মে ২০২৪ এটি অনুষ্ঠিত হয় লস বানোসে। লস বানোসে ইউনিভর্সিটি অব ফিলিপাইনস-এর কলেজ অব ডেভেলপমেন্ট কমিউনিকেশন-এর ফিলিপাইন কমিউনিটি ব্রডকাস্টার্স অনুষ্ঠানটির আয়োজন করে। এর থিম ছিল এগ্রিকালচার : স্টোরিজ অব চ্যালেঞ্জ অ্যান্ড হোপ

ভারতের মধ্য প্রদেশে গ্রামীণ তরুণদের মধ্যে ডিজিটাল কৃষিশিল্পোদ্যাগের সংস্কৃতি গড়ে তোলা

গ্রামীণ এলাকায় প্রাকৃতিক কৃষি সহজলোভ্য করার জন্য সদ্য শেষ হওয়া একটি স্মার্ট প্রজেক্টর প্রশিক্ষণ কর্মসূচির মধ্যদিয়ে ভারতের মধ্য প্রদেশের পাঁচটি নতুন

উগান্ডায় গ্রামীণ উপদেষ্টা পরিষেবা সঞ্চালকেদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর কর্মশালা অনুষ্ঠিত

উগান্ডার বুইকওয়ে, বুগিরি, সেমবাবুলে, লিরা ও সোরোতিÑ এই পাঁচটি জেলার প্রায় ৩০ জন রুরাল অ্যাডভাইজারি সার্ভিস (আরএএস)-এর সঞ্চালকদের একটি অরিয়েনটেশন কর্মশালায় অংশ নেন। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১৫ এপ্রিল থেকে ১৭ মে ২০২৪ তারিখে। এতে প্রকল্প সম্পাদনের সময় রুরাল অ্যাডভাইজারি সার্ভিস সঞ্চালকেদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য অ্যাকসেস এগ্রিকালচারের সম্পদ ও সরঞ্জামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মাদাগাস্কারে মাস্টার প্রশিক্ষকগণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মাদাগাস্কারে ‘গ্লোবাল প্রোগ্রাম ফর স্মল-স্কেল এগ্রোইকোলজি প্রোডিউসার্স অ্যান্ড সাসটেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন’ (জিপি-এসএইপি) প্রকল্পের

আমাদের স্পনসরদের ধন্যবাদ