কেন অ্যাকসেস এগ্রিকালচার ?

পুরো পৃথিবীর খাদ্য জোগাতে দক্ষিণ গোলার্ধের লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষক গুরুত্বপূর্ণ অবদান রাখে। অথচ তাদের অনেকেই নিজ ভাষায় কৃষি পরামর্শ পায় না। আপনার দেওয়া অনুদান আমাদের এসব কৃষকের জন্য স্থায়িত্বশীল কৃষি-উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও তা বিপণনের সুযোগ সৃষ্টি করতে সহায়তা করবে। সকল ধরনের বাধা ডিঙিয়ে, তা সে অবস্থানগত হোক বা ভাষাগত, অথবা সমুদ্রের ওপারে বসবাস করার জন্যই হোক, আমরা পৃথিবীজুড়ে সকল কৃষককে তাদের আঞ্চলিক জ্ঞানের সাথে বিজ্ঞানের মিশ্রণ ঘটিয়ে কৃষিপরামর্শ দিয়ে থাকি।

ভারতের গ্রামীণ নারী উদ্যোক্তাদের কাজে গতি দি

আমাদের বর্তমান প্রচারাভিযানের জন্য আমাদের সহযোগিতা করুন। ভারতের ছয় জন গতিশীল তরুণ-নারী উদ্যোক্তার ক্ষমতায়নের জন্য তহবিল সংগ্রহে আমাদের সহযোগিতা করুন। এই নারী-উদ্যাক্তারা নতুন ধারণার প্রবর্তন করবেন, যার মধ্যদিয়ে দক্ষিণ ভারতের তিন হাজার নারী কৃষকের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ওই তিন হাজার কৃষক জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯-এর প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চার রকমভাবে আপনি আমাদের কাজে সহায়তা করতে পারেন

যুব উদ্যোক্তা চ্যালেঞ্জ ফান্ড

কৃষকদের কাছে ভিডিও পৌঁছনোর জন্য যুব উদ্যোক্তা চ্যালেঞ্জ ফান্ডে দেওয়া আপনার অনুদানের পুরোটাই তরুণ উদ্যোক্তাদের ব্যবসা তৈরির কাজে ব্যবহার করা হবে । আমাদের নিজস্ব তহবিল সংগ্রহের পরিমাণের উপর ভিত্তি করে আমরা নির্দিষ্টসংখ্যক প্রতিশ্রুতিশীল উদ্যোগকে তহবিল জোগান দেব।

গ্লোবাল অনুবাদ ফান্ড

গ্লোবাল অনুবাদ ফান্ডে সাহায্য করলে কৃষকেরা যে ভাষা বুঝতে পারে, সে ভাষায় আমরা আরও বেশি প্রশিক্ষণ-ভিডিও তৈরি করতে পারি। এ কাজের মাধ্যমে আপনি বর্তমান ও ভবিষ্যতের জন্য আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিতে অবদান রাখতে পারেন।

ফ্রি সেবাগুলো স্পনসর করতে পারেন

আপনার দেওয়া পাঁচ হাজার বা তার বেশি ইওরো, কৃষকদের জন্য আমাদের নলেজ প্ল্যাটফর্মটি টিকিয়ে রাখতে সহায়তা করবে। একাজে ব্যবহারের পর অবশিষ্ট টাকা ‘বৈশ্বিক অনুবাদ তহবিল’ বা ‘যুব উদ্যোক্তা চ্যালেঞ্জ তহবিল’-এ খরচ করা হবে। পৃষ্ঠপোষকতাদানকারী সকল স্পনসরদের লোগো আমাদের তালিকায় দেখা যাবে।

আপনি আপনার বিশেষায়িত জ্ঞান বা সেবা দিয়ে সহায়তা করতে পারেন

আপনার বা আপনার সংস্থার বিশেষায়িত জ্ঞান-সহায়তার মাধ্যেমেও আমাদের ওয়েবসাইটটির স্পনসর করা সম্ভব।

 
আপনার যেকোনো জিজ্ঞাসার উত্তর পেতে এই ঠিকানায় যোগাযোগ করুন: info@accessagriculture.org

এখনই সহায়তা করুন

আপনাদের প্রতিটি সাহায্য ক্ষুদামুক্ত পৃথিবী গড়ার কাজ এক ধাপ এগিয়ে নেবে। অনুগ্রহ করে আমাদের সহায়তা করুন।

অথবা মোবাইলের মাধ্যমে


 

ক্যাটাগরিসমূহ

আমাদের শ্রদ্ধেয় স্পনসর

ডিজাইনার এবং নির্মাতা Adaptive - The Drupal Specialists