অড়হর ডালের গাছের ডগা ছেটে দিন
আপলোড করা হয়েছে 1 year ago Loading

11:33
অড়হর ডালের গাছে যত বেশি শাখা বের হবে তত শুঁটি ধরবে এবং ফলন বেশি হবে। বীজ বপণের ৬/৭ সপ্তাহ পর গাছের মূল শাখার ডগা ছেটে দিন। এটিকে ‘নিপিং’ বলে। একসপ্তাহ পর প্রতিগাছে আধা মগ জৈবসার দিন অথবা সেচের পানিতে জৈবসার মিশিয়ে দিন।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Atul Pagar, WOTR