আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, “প্রাকৃতিক কৃষি-ভিডিও থেকে শিখুন এবং উপার্জন করুন- অ্যাকসেস এগ্রিকালচার: কৃষক, নারী ও তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করছে” শীর্ষক এক র্ভাচুয়াল কর্মশালা ৬ এপ্রিল ২০২২ গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা থেকে ১১টা (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম) বেলা ২টা ৩০মিনিটি থেকে ৪টা ৩০মিনিট) পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ইন্সটিটিউট অব এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট (এমএএনএজিই), ন্যাশনাল কোয়ালিশন ফর ন্যাচারাল ফার্মিং (এনএফ কোয়ালিশন) এবং অ্যাকসেস এগ্রিকালচার যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
ভারতে প্রাকৃতিক ও জৈব-চাষে আগ্রহী সরকারি ও বেসরকারি সংস্থা, জ্ঞান-অংশীদার, দাতা সংস্থা এবং গণমাধ্যম প্রতিনিধি-সহ ৬০টিরও বেশি সংস্থা এই কর্মশালায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
কর্মশালায় বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বক্তব্য উপস্থাপন করবেন। তাঁরা হলেন : ড. বিজয় কুমার থাল্লাম, অবসরপ্রাপ্ত আইএএস, রিথু স্বাধিকার সংস্থা (আরওয়াইএসএস)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ; ড. পি. চন্দ্র শেকারা, মহাপরিচালক, এমএএনএজিই ; ড. ঘোটগে, পরিচালক, আনথ্রা ; ড. মহেশ চন্দর, এক্সটেনশন এডুকেশন প্রধান, আইসিএআর-ইন্ডিয়ান ভেটেরিনারি রিচার্স ইন্সটিটিউট এবং ড. পল ভ্যান মেলে, পরিচালক, আন্তর্জাতিক উন্নয়ন, অ্যাকসেস এগ্রিকালচার।
অ্যাকসেস এগ্রিকালচার দক্ষিণ দক্ষিণ শিক্ষাকে কেন্দ্র করে কৃষিবিদ্যা, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং গ্রামীণ উদ্যোগের ওপর মানসম্পন্ন কৃষক-প্রশিক্ষণ ভিডিওগুলোর একটি জ্ঞানের ভিত্তি তৈরি করেছে। এতে ভারতের নানা ভাষায় ৪৬৫টিরও বেশি এবং ইংরেজি ভাষায় ২২৫টি ভিডিও রয়েছে, যেগুলো সহজে দেখা যায় এবং ডাউনলোড করা যায়।
কর্মশালার প্রধান উদ্দেশ্যগুলো হলো:
- ভারতে প্রাকৃতিক ও জৈব-চাষাবাদ-গোষ্ঠী, নারী ও তরুণদের সেবায় এই সম্পদগুলো, ডিজিটাল সরঞ্জাম এবং তারুণ্য-ভিত্তিক উদ্যোক্তা মডেল সম্পর্কে সচেতনতা তৈরি করা
- এই ভিডিওগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের অংশীদারদের অভিজ্ঞতার কথা শুনুন তাদের কাছ থেকে এবং
- প্রাকৃতিক ও জৈব-চাষে নিয়োজিত সকল সংস্থার কাছ থেকে এগিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিত জেনে নিন
অনুষ্ঠানটি ইউটিউব ও ফেসবুকে সরাসরি দেখানো হবে।
সম্পর্কিত লিংক:
• YouTube লাইভ: www.youtube.com/c/AccessAgriculture
• ফেসবুক লাইভ: www.facebook.com/AccessAgriculture