মায়ানমারের জনগোষ্ঠীর প্রায় ৭০ শতাংশ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। ‘হেলভেটাস’ একটি সুইস উন্নয়ন সংস্থা। সম্প্রতি এই সংস্থাটি মিয়ানমারের কৃষক কমিউনিটিগুলোর জীবনমান উন্নয়ন এবং সামর্থ্য বাড়ানোর জন্য অ্যাকসেস এগ্রিকালচার-এর ‘কৃষক থেকে কৃষক’ ভিডিওগুলোর মধ্য থেকে ৩০টি ভিডিও বারমিজ ভাষায় অনুবাদ করার জন্য অনুমোদন দিয়েছে। বলে রাখা ভালো, বারমিজ ভাষা হলো মিয়ানমারের দাপ্তরিক ভাষা।
ইতোমধ্যে এই ৩০টি ভিডিও বারমিজ ভাষায় অনুবাদ করা হয়েছে এবং অনলাইনে অ্যাকসেস এগ্রিকালচার-এর ভিডিও প্ল্যাটফর্ম (www.accessagriculture.org)- এ পোস্ট করা হয়েছে। মিয়ানমারের গ্রামীণ জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ, সম্প্রসারণকর্মীরা এখন ভিডিওগুলো অবাধে ডাউনলোড করতে পারছেন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারছেন। ভিডিওগুলোতে টেকসই ধান উৎপাদন, জমি ও পানি ব্যবস্থাপনা, কীটপতঙ্গ এবং চিনা বাদামের রোগবালাই ব্যবস্থাপনার এগ্রোইকোলজিক্যাল পদ্ধতি, গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা এবং কৃষকের নিজস্ব বীজ সঞ্চয় ও ব্যবহারের অধিকার প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে।
অ্যাকসেস এগ্রিকালচার আগে লক্ষ্য করেছে যে, কৃষকেরা অন্য দেশের ভিডিও দেখতে পছন্দ করেন। তারা আরও লক্ষ্য করে যে, অন্য ভিডিওতে দেখা কৃষকদের তারা বিশ্বাস করে এবং নিজেদের বন্ধু মনে করেন।
বারমিজ ভাষায় অনূদিত এই ৩০টি ভিডিও মূলত ভারত, বাংলদেশ, মালাউই, মালি ও গুয়াতেমালার ছবি। ভিডিওগুলোর মাধ্যমে মায়ানমার আন্তর্জাতিক পরি মন্ডলের সাথে যুক্ত হলে বারমার কৃষকেরা তাদের নিজেদের ভাষায় ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন। এর মধ্য দিয়ে তারা ভিন দেশের নতুন বন্ধুদের সাথে বীজ, ধান, প্রাণিসম্পদসহ অন্যান্য অনেক সমস্যার বাস্তব সমাধান নিয়ে আলোচনা করতে পারবেন।
ভিডিও দেখুন
বিনামূল্যে বারমিজ ভাষায় ভিডিও দেখুন অথবা ভিডিও ডাউনলোড করুন
এই ভিডিওগুলো ইংরেজি এবং অন্যান্য ভাষায়ও দেখতে পাবেন