ভারতের কৃষি-বিষয়ক ম্যাগাজিন ‘লেইসা ইন্ডিয়া’ (LEISA India) তাদের জুন ২০২২ সংখ্যায় (২৪.২ ইস্যু) অ্যাকসেস এগ্রিকালচার প্রশিক্ষণ ভিডিও-র ওপরে একটি নিবন্ধ প্রকাশ করে। লেখাটির শিরোনাম দেওয়া হয় : ‘এগ্রোইকোলজি বিষয়ে প্রশিক্ষণ ভিডিও - শেখার ক্ষমতা কৃষকদের হাতে’। নিবন্ধটিতে অ্যাকসেস এগ্রিকালচার (www.accessagriculture.org) দক্ষিণ গোলার্ধজুড়ে এগ্রোইকোলজির পর্যায়ক্রমিক প্রচারে কীভাবে সহায়তা করছে তার ওপর আলোকপাত করা হয়।
এলইআইএসএ-এর পরিপূর্ণ রূপ হলো: ‘লো এক্সটারনাল ইনপুট অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচার’ যার সরল বাংলা অর্থ দাঁড়ায়: ‘অল্প প্রত্যক্ষ জোগান ও টেকসই কৃষি’। ভারতীয় এই প্রকাশনাটি ইকোলজিকাল কৃষি সম্পর্কিত বাস্তব ক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করার জন্য নেতৃস্থানীয় একটি ম্যাগাজিন হিসেবে স্বীকৃত। ‘লেইসা ইন্ডিয়া’ এএমই ফাউন্ডেশন (www.amefound.org)প্রকাশ করে থাকে।
‘এলইআইএসএ ইন্ডিয়া’ ম্যাগাজিনের জুন সংখ্যার মূল প্রতিপাদ্য ছিল ‘এগ্রোইকোলজি শিক্ষা’। এই প্রতিপাদ্যের আওতায় ভারতে এগ্রোইকোলজি প্রচারের যাবতীয় উপায়, এগ্রোইকোলজি শিক্ষার সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং জটিল এই বিষয়টি শেখানোর জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় - এইসব বিষয় তুলে ধরা হয়।
এই প্রতিপাদ্যের সাথে অ্যাকসেস এগ্রিকালচার সম্পর্কে রচিত নিবন্ধটি দারুণভাবে মানানসই। কেননা, অ্যাকসেস এগ্রিকালচার ৯০টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় ভাষায় এগ্রোইকোলজিকাল নীতিসমূহ এবং গ্রামীণ উদ্যোগ বিষয়ে মানসম্পন্ন ভিডিও-র মাধ্যমে কৃষকদের দক্ষিণ-দক্ষিণ শিক্ষার বিশ্বনেতা। প্রকাশিত নিবন্ধে বর্ণনা করা হয় যে, অ্যাকসেস এগ্রিকালচার ভিডিওগুলো কীভাবে কৃষকদের এগ্রোইকোলজিকাল জ্ঞান অর্জনে সহায়তা করে, বিভিন্ন দেশ ও দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে কৃষকদের উদ্দীপ্ত করে এবং তাদের পরীক্ষা-নিরীক্ষা করতে ও আচরণ বদলাতে উদ্বুদ্ধ করে।
ইংরেজি নিবন্ধ অনলাইন পড়তে, এখানে ক্লিক করুন