সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে ড. নিত্য ঘোটগ পরিচালিত এনজিও ‘অ্যানথ্রা’ গবাদিপশু পালনকারী নারীদের ‘পশু পালনকারী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। যে নারীরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা পশু স্বাস্থ্যসেবায় ভেষজ ওষুধের ওপর নির্মিত প্রশিক্ষণ ভিডিওগুলোর ভূয়সী প্রশংসা করেন, ভিডিওগুলো অ্যানথ্রা ও অ্যাকসেস এগ্রিকালচার যৌথভাবে তৈরি করে।
এতে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন জেলা থেকে পশু পালনের সাথে জড়িত পুরুষ ও নারীরা যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে ১০ জন ব্যতিক্রমী নারী পশুপালনকারীকে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের সম্মানিত করা হয়।
অ্যাকসেস এগ্রিকালচারের একজন মূল অংশীদার অতুল পাগার ‘প্রাণীদের জ¦রের বিরুদ্ধে ভেষজ ওষুধ’ এবং ‘প্রাকৃতিক উপায়ে গবাদিপশুর পেট ফোলা রোগের নিয়ন্ত্রণ’ এই দুটি ভিডিও দেখানোর উদ্যোগ গ্রহণ করেন।
উপস্থিত দর্শকেরা ভিডিওগুলো সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা গবাদিপশুর রোগবালাইয়ের সহজ অথচ কার্যকর চিকিৎসাপদ্ধতি এবং এর স্পষ্ট ব্যাখ্যা ও সুপারিশগুলোর ভূয়সী প্রশংসা করেন।
অতুল তরুণ অংশগ্রহণকারীদের দেখিয়ে দেন যে, তাদের মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে অ্যাকসেস এগ্রিকালচার ওয়েবসাইটে ঢোকা যায়। উপস্থিত সকলের মাঝে মারাঠি ভাষায় এই বিষয় সম্পর্কিত পুস্তিকা বিতরণ করা হয়।