১৫ থেকে ১৭ মার্চ ২০২৩ সৌর-চালিত ডিজিসফ্ট স্মার্ট প্রজেক্টর (যাতে অ্যাকসেস এগ্রিকালচারের সমস্ত ভিডিও রয়েছে) ব্যবহারের দক্ষতা অর্জন করতে উগান্ডার এফএও ফারমার ফিল্ড স্কুল (এফএফএস)-এর সাথে একটি যৌথ প্রকল্পের অংশ হিসেবে উগান্ডার কারামোজা অঞ্চলের তিনটি উদ্যোক্তা দল থেকে আটজন যুবক একটি ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেয়।
অ্যাকসেস এগ্রিকালচার তরুণ উদ্যোক্তা ফান্ড উদ্যোগের মাধ্যমে তাদের ব্যবসায়িক মডেলের উপর ভিত্তি করে স্মার্ট প্রজেক্টর ব্যবহার করে কৃষক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গ্রামীণ এলাকায় কৃষকদের কৃষক প্রশিক্ষণ ভিডিও দেখানোর জন্য তিনটি দলই একটি করে স্মার্ট প্রজেক্টর জেতে। চ্যালেঞ্জ ফান্ড বিজয়ীদের বলা হয় ‘এন্টারপ্রেনার্স ফর রুরাল অ্যাকসেস’ অথবা সংক্ষেপে ইআরএ।
ইআরএ দলের সদস্যগণ হলেন : ১. মুইয়া জেমস জেমো , লোপিয়ক ফ্রান্সিস ও আদুপা ইউনেস ; ২. নাঙ্গিলো স্টিফেন, চালর্স ওমেগা এবং ড্যানিয়েলা ; এবং ৩. ওচেন ওমর বশির ও নিকোলিনা লেমুকলÑ এফএফএস সেটিংসের ভেতরে এবং এর বাইরে কীভাবে ভিডিও দেখানো যায় এবং সহজ করা যায় সে বিষয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও তারা ভিডিও স্ক্রিনিং ট্র্যাক করতে ডাটা সংগ্রহের একটি অ্যাপের ব্যবহার শিখেছে।
অ্যাকসেস এগ্রিকালচার এই ইআরএ-দের ১৮ মাস ধরে আরও প্রশিক্ষণ দেবে এবং জনগোষ্ঠীভিত্তিক চর্চার মধ্যদিয়ে আফ্রিকাজুড়ে কাজ করছে এমন অন্য ইআরএ-দের সাথে যুক্ত করে দেবে।