অ্যাকসেস এগ্রিকালচার ও আইএফওএএম এশিয়া-এর যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর ২০২২ এফএও সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফোরাম ২০২২-এর সাইড ইভেন্ট হিসেবে ‘ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে সংযোগহীনদের কাছে পৌঁছানো’ শীর্ষক এক অনলাইন সম্মেলন (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ছিল চল্লিশ জনেরও বেশি।
অ্যাকসেস এগ্রিকালচার-আইএএফওএএম এশিয়া-এর যৌথ অনলাইন সম্মেলন (ওয়েবিনার) দক্ষিণ গোলার্ধজুড়ে জনগোষ্ঠীগুলোর মধ্যে এগ্রোইকোলজি ও জৈবচাষ সম্পর্কে জ্ঞান শেয়ার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। কেননা, এটি পরিবর্তন ও সংকট মোকাবিলা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে কীভাবে সংযোগহীনদের কাছে পৌঁছানো হয় তার অনুপ্রেরণামূলক মডেল ও উদাহরণ হিসেবে দুটি সংস্থার পাশাপাশি ভারত ও আফ্রিকার ইয়াং এন্টারপ্রেনারস ফর রুরাল অ্যাকসেস (ইআরএ-এস)-কে উপস্থাপন করা হয়েছে ।
ইআরএ-এস হলো অ্যাকসেস এগ্রিকালচারের তরুণ বেসরকারি ই-সম্প্রসারণ পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্কের একটি অংশ। তারা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীগুলোতে ‘স্মার্ট প্রজেক্টর’ ব্যবহার করে স্থানীয় ভাষায় কৃষি-ভিডিও প্রদর্শন করে ; এমনকি যেখানে বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ নেই তেমন প্রান্তিক জনগোষ্ঠীগুলোতেও তারা ভিডিও প্রদর্শন করে।
ওয়েবিনারের পরিসমাপ্তিতে বলা হয়, তরণদের ক্ষমতায়ন ডিজিটাল প্রযুক্তির ক্ষমতার সাথে জড়িত, এটি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সংযোগ ঘটাতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী একটি মাধ্যম হতে পারে।
Watch the video in EcoAgtube : https://www.ecoagtube.org/content/reaching-unconnected-through-digital-empowerment
Listen to Podcast: https://www.podbean.com/media/share/pb-ey2id-12eb7cf?utm_campaign=w_share_ep&utm_medium=dlink&utm_source=w_share