<<90000000>> দর্শক
<<266>> উদ্যোক্তা 18টি দেশে
<<4647>> টি কৃষিবাস্তুবিদ্যা ভিডিও
<<107>> ভাষা উপলব্ধ

ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে সংযোগহীনদের কাছে পৌঁছানো

Reaching the unconnected through digital empowerment

অ্যাকসেস এগ্রিকালচার ও আইএফওএএম এশিয়া-এর যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর ২০২২ এফএও সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফোরাম ২০২২-এর সাইড ইভেন্ট হিসেবে ‘ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে সংযোগহীনদের কাছে পৌঁছানো’ শীর্ষক এক অনলাইন সম্মেলন (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ছিল চল্লিশ জনেরও বেশি।

 

অ্যাকসেস এগ্রিকালচার-আইএএফওএএম এশিয়া-এর যৌথ অনলাইন সম্মেলন (ওয়েবিনার) দক্ষিণ গোলার্ধজুড়ে জনগোষ্ঠীগুলোর মধ্যে এগ্রোইকোলজি ও জৈবচাষ সম্পর্কে জ্ঞান শেয়ার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। কেননা, এটি পরিবর্তন ও সংকট মোকাবিলা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে কীভাবে সংযোগহীনদের কাছে পৌঁছানো হয় তার অনুপ্রেরণামূলক মডেল ও উদাহরণ হিসেবে দুটি সংস্থার পাশাপাশি ভারত ও আফ্রিকার ইয়াং এন্টারপ্রেনারস ফর রুরাল অ্যাকসেস (ইআরএ-এস)-কে উপস্থাপন করা হয়েছে ।  

 

ইআরএ-এস হলো অ্যাকসেস এগ্রিকালচারের তরুণ বেসরকারি ই-সম্প্রসারণ পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্কের একটি অংশ। তারা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীগুলোতে ‘স্মার্ট প্রজেক্টর’ ব্যবহার করে স্থানীয় ভাষায় কৃষি-ভিডিও প্রদর্শন করে ; এমনকি যেখানে বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ নেই তেমন প্রান্তিক জনগোষ্ঠীগুলোতেও তারা ভিডিও প্রদর্শন করে।

 

ওয়েবিনারের পরিসমাপ্তিতে বলা হয়, তরণদের ক্ষমতায়ন ডিজিটাল প্রযুক্তির ক্ষমতার সাথে জড়িত, এটি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সংযোগ ঘটাতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী একটি মাধ্যম হতে পারে।

 

Watch the video in EcoAgtube : https://www.ecoagtube.org/content/reaching-unconnected-through-digital-empowerment

Listen to Podcast: https://www.podbean.com/media/share/pb-ey2id-12eb7cf?utm_campaign=w_share_ep&utm_medium=dlink&utm_source=w_share

 

আপনি কিভাবে সাহায্য করতে পারেন.. আপনার উদার সাহায্য আমাদের ক্ষুদ্র কৃষকদের কৃষি পরামর্শের জন্য তাদের ভাষায় আরও ভালভাবে পৌঁছাতে সক্ষম করবে।.

Latest News

অ্যাকসেস এগ্রিকালচার ‘গ্যানডিংগ্যান অ্যাওয়াডর্’ অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব দি ফিলিপাইস কমিউনটি ব্রডকাস্টার্স-এর অংশীদার হয়েছে

অ্যাকসেস এগ্রিকালচার ১৮তম গ্যানডিংগ্যান অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি স্পন্সর করে। ৪ মে ২০২৪ এটি অনুষ্ঠিত হয় লস বানোসে। লস বানোসে ইউনিভর্সিটি অব ফিলিপাইনস-এর কলেজ অব ডেভেলপমেন্ট কমিউনিকেশন-এর ফিলিপাইন কমিউনিটি ব্রডকাস্টার্স অনুষ্ঠানটির আয়োজন করে। এর থিম ছিল এগ্রিকালচার : স্টোরিজ অব চ্যালেঞ্জ অ্যান্ড হোপ

ভারতের মধ্য প্রদেশে গ্রামীণ তরুণদের মধ্যে ডিজিটাল কৃষিশিল্পোদ্যাগের সংস্কৃতি গড়ে তোলা

গ্রামীণ এলাকায় প্রাকৃতিক কৃষি সহজলোভ্য করার জন্য সদ্য শেষ হওয়া একটি স্মার্ট প্রজেক্টর প্রশিক্ষণ কর্মসূচির মধ্যদিয়ে ভারতের মধ্য প্রদেশের পাঁচটি নতুন

উগান্ডায় গ্রামীণ উপদেষ্টা পরিষেবা সঞ্চালকেদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর কর্মশালা অনুষ্ঠিত

উগান্ডার বুইকওয়ে, বুগিরি, সেমবাবুলে, লিরা ও সোরোতিÑ এই পাঁচটি জেলার প্রায় ৩০ জন রুরাল অ্যাডভাইজারি সার্ভিস (আরএএস)-এর সঞ্চালকদের একটি অরিয়েনটেশন কর্মশালায় অংশ নেন। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১৫ এপ্রিল থেকে ১৭ মে ২০২৪ তারিখে। এতে প্রকল্প সম্পাদনের সময় রুরাল অ্যাডভাইজারি সার্ভিস সঞ্চালকেদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য অ্যাকসেস এগ্রিকালচারের সম্পদ ও সরঞ্জামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মাদাগাস্কারে মাস্টার প্রশিক্ষকগণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মাদাগাস্কারে ‘গ্লোবাল প্রোগ্রাম ফর স্মল-স্কেল এগ্রোইকোলজি প্রোডিউসার্স অ্যান্ড সাসটেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন’ (জিপি-এসএইপি) প্রকল্পের

আমাদের স্পনসরদের ধন্যবাদ