৮ জুলাই ২০২২ অ্যাকসেস এগ্রিকালচার এবং ‘4 per 1000 ইনিশিয়েটিভে’র যৌথ উদ্যোগে “মাটির স্বাস্থ্য সম্পর্কে কৃষকদের সেরা রহস্য বিনিময়” শীর্ষক এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।
‘4 per 1000 ইনিশিয়েটিভে’র লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে এবং খাদ্য নিরাপত্তা বাড়াতে সহায়তা করার উদ্দেশ্যে প্রতি বছর কৃষি জমিতে ০.৪ শতাংশ করে কার্বনের সঞ্চয় বাড়ানো।
‘4 per 1000 ইনিশিয়েটিভে’র পক্ষে স্যামুয়েল ওটনাড এবং অ্যাকসেস এগ্রিকালচারের ব্লেসিংস ফ্লাও-এর সূচনা বক্তব্যের মধ্যদিয়ে সেমিনারটি শুরু হয় এবং তার পরপরই দুটি উপস্থাপনা হয়।
প্রথম উপস্থাপনাটি করেন অ্যাকসেস এগ্রিকালচারের আন্তর্জাতিক উন্নয়ন পরিচালক পল ভ্যান মেলে। দ্বিতীয় উপস্থাপনাটি করেন অ্যাকসেস এগ্রিকালচারের উদ্যোক্তা প্রশিক্ষক জেন নালুঙ্গা। তাঁর উপস্থাপনার বিষয় ছিল ‘এন্টারপ্রেনার ফর রুরাল অ্যাকসেস : আওয়ার চেঞ্জমেকার’।
প্রশ্নোত্তর পর্ব ছাড়াও সেমিনারে অংশীদারদের যারা অ্যাকসেস এগ্রিকালচারের বিভিন্ন পরিষেবা প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ দেওয়া হয়।
হিমাচল প্রদেশের জনাব হিতুল অবস্থি, যিনি খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়ে আগ্রহী তিনি অ্যাকসেস এগ্রিকালচারের উদ্যোগ ইকোঅ্যাগটিউব ব্যবহারের ইতিবাচক অভিজ্ঞতার কথা সংক্ষেপে তুলে ধরেন।
ব্লেসিংস সেমিনারের উপস্থাপকদের এবং শ্রোতাদের তাদের মূল্যবান অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি সর্বাত্মক সহযোগিতার জন্য আয়োজকদের প্রশংসা করেন বিশেষত, মার্ক বার্নার্ড ও স্যামুয়েল ওটনাড-এর ভূয়সী প্রশংসা করেন।
সম্পর্কিত লিংক
4per1000 Virtual Fair : https://tinyurl.com/Virtual-booth
Video Podcast : https://youtu.be/m8PZu30Zkt8
Audio Podcast : https://www.podbean.com/ew/pb-twrir-1274f08