স্বল্প পরিশ্রমে এবং গন্ধ ছড়ানো ছাড়া শূকর পালন
আপলোড করা হয়েছে 1 year ago Loading
13:20
শূকরের বর্জ্যরে বাজে গন্ধ আপনার অন্য পশুদের এবং আপনার নিজের স্বাস্থ্যের ক্ষতি করে এবং আপনার প্রতিবেশীরা বিরক্ত হতে পারে। শূকরের মল-মুত্র জলের ধারায় পরিস্কার করলে পরিবেশ দূষিত হয়। ভালো অণুজীব দিয়ে নিচের স্তরে ভালোভাবে স্প্রে করে আপনি এইসব এড়াতে পারেন। এমন কি আপনি শূকরের খাবারের সাথে ভালো অণুজীবের দ্রবণ মেশাতে পারেন। এইসব ব্যবস্থা গ্রহণ করলে আপনার শূকর অ্যান্টিবায়োটিক ছাড়াই সুস্থ থাকবে।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Philippine Agroforestry Education and Research Network