মাটির পিএইচ ও জৈবপদার্থ বিশ্লেষণ
আপলোড করা হয়েছে 1 year ago Loading

15:04
যে মাটি ক্ষয় হয়ে গেছে বা উৎপাদন ক্ষমতা কমে গেছে সে মাটি প্রায়ই অম্লীয় হয়। অম্লীয় মাটি ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়, যা জৈবপদার্থকে পচতে সাহায্য করে। অম্লীয় মাটি ফসলের পুষ্টি-উপাদান কমিয়ে দেয়। ভালো মাটিতে প্রচুর পরিমাণে জৈবপদার্থ থাকে। জৈবপদার্থ গাছপালা ও প্রাণীর সমস্ত জীবিত ও মৃত উপাদান ধারণ করে। যে মৃত পদার্থ ভেঙে ২ মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র কণা হয়ে গেছে, তাকে ‘কণা জৈবপদার্থ বলে’। এরকম অনেক কণাসমৃদ্ধ মাটি বেশ নরম হয়, পুষ্টিতে ভরপুর হয় এবং অনেক বেশি জল ধারণ করতে পারে।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Agro-Insight