গবাদিপশুর পা পচা রোগ প্রতিরোধে ভেষজ ওষুধ
আপলোড করা হয়েছে 1 year ago Loading
![](https://accessagfiles-drupal9-download.s3.eu-west-1.amazonaws.com/attachments/2023-08/276_Herbal_medicine_against_footrot.jpg?VersionId=4piArAohElgqFwZ5YytxIKbprZ747gaf)
12:12
গবাদিপশুর প্রায়ই পা পচা রোগ হয়। এই রাগ হলে গোরু, ছাগল, ভেড়ার খুরে এর প্রভাব পড়ে এবং গবাদিপশু নিস্তেজ হয়ে পড়ে। পা পচা রোগ ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। পশুর ত্বকের ক্ষত বা কাটা অংশ দিয়ে ব্যাকটেরিয়া খুরের নরম টিস্যুতে প্রবেশ করে ; এটি কাঁটা বা ছোটো পাথরের সাহায্যেও ঘটতে পারে।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Atul Pagar, Anthra