স্থায়িত্বশীল ভূমি ব্যবস্থাপনা - কৃষি বনায়নে গ্রেভেলিয়া
আপলোড করা হয়েছে 4 years ago Loading

6:26
Reference book
গ্রেভেলিয়া রোবাস্টা এক ধরনের গাছ। এই গাছগুলো মূলত পূর্ব-আফ্রিকায় কফি এবং চা বাগানে ছায়া দেয়। গাছগুলো শস্য উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে না বলে এখন ক্ষুদ্র কৃষকেরা এই গাছগুলোকে নানাভাবে কাজে লাগাচ্ছেন। এই গাছ থেকে কাঠ,
জ্বালানি কাঠ ও ছায়া পাওয়া যায় ; গাছের ঝরাপাতা মাটির আদ্রতা রক্ষা করে এবং এগুলো বাতাস নিয়ন্ত্রণকারী গাছের সারি হিসেবেও উপকারী।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Countrywise Communication, CIS Vrije Universiteit Amsterdam