টমেটো ক্ষেতের লেট ব্লাইট ব্যবস্থাপনা
আপলোড করা হয়েছে 4 years ago Loading
8:51
লেট ব্লাইট বা ক্ষয়রোগ সাধারণত মাটির নিচে থেকে যাওয়া গাছের ছাঁচ থেকে হয়ে থাকে এবং এর ফলে ফসলের উৎপাদন কমে যায়। রোগটি দ্রুত ছড়ায়। প্রতিদিন আপনার ফসলের ক্ষেত পরীক্ষা করুন। যদি আপনি কোনো অসুস্থ গাছ দেখতে পান তা হলে গাছের আক্রান্ত অংশ কেটে ফেলুন এবং সেই অংশ পুড়িয়ে ফেলুন। গাছের অসুস্থ বা আক্রান্ত অংশ কখনোই আপনার কম্পোস্টে রাখবেন না। কারণ, রোগটি আরো বেড়ে যাবে এবং দ্রুত আপনার ফসলের ক্ষেতে ছড়িয়ে পড়বে।
বর্তমান ভাষা
Bangla
প্রযোজনা
Practical Action Nepal