প্রাণিসম্পদের ফুলে যাওয়া ব্যবস্থাপনার প্রাকৃতিক উপায়
আপলোড করা হয়েছে 5 years ago Loading
12:34
বর্ষাকালে বেশি পরিমাণে ভেজা ঘাস খেয়ে কোন প্রাণী ফুলে যেতে পারে। ভেজা ঘাস পেটের ভেতরে উত্তেজিত হয়ে গ্যাস তৈরি করে, যেগুলো বুদ্বুদের মতো হয় এবং বের হয়ে যেতে পারে না। হঠাৎ খাবারে পরিবর্তনের ফলে বা অতিরিক্ত পাকা বা উত্তেজিত হওয়ার মতো ফল খেলে, কচি সোগাম পাতা এবং বাঁধাকপি ও ফুলকপির মতো সবজি খেলেও প্রাণী ফুলে যেতে পারে।
বর্তমান ভাষা
Bangla
প্রযোজনা
Atul Pagar, ANTHRA