খাদ্য ও খাওয়ানোর জন্য ক্রিকেট (একধরনের ভোজ্য পোকা) পালন
আপলোড করা হয়েছে 1 year ago Loading
14:19
যারা ঐতিহ্যগতভাবে ঘাসফড়িং, উইপোকা, সাদা পিঁপড়া বা ক্রিকেটের মতো পোকামাকড় খায়, তারা সেগুলো বনের ভেতর থেকে ধরে আনে। ফলে কোনো কোনো জায়গায় ভোজ্য পোকামাকড় কমে যাওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে। আপনি যদি খামারে পোকা লালন-পালন করেন তাহলে সেখান থেকে বছরজুড়ে আমিষের চাহিদা পূরণ হতে পারে। ভোজ্য পোকামাকড় পালন করতে মুরগি, ভেড়া ও শূকরের তুলনায় কম খাবারের প্রয়োজন হয় এবং ভোজ্য পোকামাকড় মানুষ ও পোষা প্রাণীর জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Jane Nalunga