আমের বীজের উইভল পোকা ব্যবস্থাপনা
আপলোড করা হয়েছে 4 years ago Loading
12:08
আপনার আমের বীজে উইভল পোকা আছে কি না তা যাচাই করার সবচেয়ে ভালো উপায় হলো আঠলো পট্টি বা স্টিকি ব্যান্ড ব্যবহার করা। প্রতিটি গাছের কান্ড আঠালো পট্টি বাঁধুন, কান্ডের মাথায় যেখানে শাখা বেরিয়েছে সেখানে বাঁধুন। আমের বীজের উইভল পোকা দমনের সবচেয়ে ভালো উপায় হলো কীটপতঙ্গের মুখে ধোঁয়া দেওয়ার জন্য সুগন্ধিযুক্ত মিশ্রণ পোড়ানো। এছাড়াও গাছ থেকে ঝরে পড়া ফলগুলো বাগান থেকে সরিয়ে নিন এবং সেগুলো নষ্ট করে ফেলুন।
বর্তমান ভাষা
Bangla
প্রযোজনা
Biovision Africa Trust