মাটিতে পড়ে যাওয়া ফল সংগ্রহের মাধ্যমে ফলের মাছি নিয়ন্ত্রণ
আপলোড করা হয়েছে 4 years ago Loading
13:00
ফলে বসে এমন একটি মাছি তার জীবনে কয়েকশ’ ডিম পাড়ে। ফলের মাছিগুলো ডিম পাড়ার সময় ফলের চামড়ায় খোঁচা মারে এর ফলে ফলগুলো অকালে ঝরে পড়ে এবং পচে যায়। এইসব ডিম থেকে উৎপন্ন ক্রিমিগুলো একসপ্তাহ পরে পচে যাওয়া ফল ছেড়ে মাটির নিচে চলে যায় এবং সেখানে তারা ফলের মাছিতে পরিণত হয়। আক্রান্ত একটি ফল থেকে বহুসংখ্যক ফলের মাছি জন্ম লাভ করে। তাই কখনো মাটিতে পড়ে থাকা ফল বাগানে ফেলে রাখবেন না।
বর্তমান ভাষা
English
প্রযোজনা
Agro-Insight