মাটিতে পড়ে যাওয়া ফল সংগ্রহের মাধ্যমে ফলের মাছি নিয়ন্ত্রণ
ফলে বসে এমন একটি মাছি তার জীবনে কয়েকশ’ ডিম পাড়ে। ফলের মাছিগুলো ডিম পাড়ার সময় ফলের চামড়ায় খোঁচা মারে এর ফলে ফলগুলো অকালে ঝরে পড়ে এবং পচে যায়। এইসব ডিম থেকে উৎপন্ন ক্রিমিগুলো একসপ্তাহ পরে পচে যাওয়া ফল ছেড়ে মাটির নিচে চলে যায় এবং সেখানে তারা ফলের মাছিতে পরিণত হয়। আক্রান্ত একটি ফল থেকে বহুসংখ্যক ফলের মাছি জন্ম লাভ করে। তাই কখনো মাটিতে পড়ে থাকা ফল বাগানে ফেলে রাখবেন না।
বর্তমান ভাষা
ইংরেজি
ব্যবহারযোগ্য ভাষা
অন্য ভাষায় প্রয়োজন?
এই ভিডিওটি অন্য ভাষায় অনুবাদের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন kevin@accessagriculture.org
আপলোড হয়েছে
3 years ago
সময়সীমা
13:00
প্রযোজনা
Agro-Insight
ক্যাটাগরিসমূহ