দুধ দেয় এমন ছাগলের খাদ্য

কথায় বলে ছাগলে কী না খায়, সত্যি ছাগলে সব কিছুই খায়। তবে ছাগলকে যখন বেঁধে রাখা হয় কিংবা খোঁয়াড়ে রাখা হয় তখন তাদের প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়, একটি ভালো খাবারের মিশ্রণ তাদের জন্য যথেষ্ট। আমরা তাদের প্রতিদিন খড়-বিচালি খেতে দিয়ে তাদের প্রোটিন, ভিটামিন এবং খনিজ-উপাদানের চাহিদা পূরণ করতে পারি। মাঠ থেকে কেটে আনা খড়-বিচালি অন্তত তিনদিন রোদে শুকিয়ে তারপর ছাগলকে খেতে দিলে তাদের ডায়রিয়া হয় না। যে-সব ছাগল দুধ দেয় তাদের প্রয়োজনমতো পানি পান করালে তারা সহজে খড়-বিচালি হজম করতে পারে। এতে ছাগলের দুধের পরিমাণ বাড়ে। কেনিয়ার কয়েকজন কৃষক ব্যাখ্যা করেন, অন্যান্য গাছপালা খাওয়ালেও ছাগল বেশি করে দুধ দেয়।  

বর্তমান ভাষা
বাংলা
অন্য ভাষায় প্রয়োজন?
এই ভিডিওটি অন্য ভাষায় অনুবাদের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন kevin@accessagriculture.org
আপলোড হয়েছে
3 years ago
সময়সীমা
9:39
প্রযোজনা
Environmental Alert, DAES, KENFAP, Egerton University
ডিজাইনার এবং নির্মাতা Adaptive - The Drupal Specialists